ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪

আহমদ শফীর হত্যাকারীদের বিচার চেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

হেফাজতে ইসলামের সাবেক আমীর আহমদ শফীকে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাদের উপযুক্ত বিচার চেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বুধবার দুপুরে, ইউরোপ সফর থেকে দেশে ফিরে ঢাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এমন দাবি করেন তিনি।


তথ্যমন্ত্রী বলেন, মাওলানা শফীকে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেয়ায় জড়িতদের উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার চাই। তিনি আমার নির্বাচনী এলাকার একজন আলেম ছিলেন। হাসপাতালে নেবার পথে তার গাড়ি আটকে রাখা হয়। অক্সিজেন খুলে নেয়া হয়, অকথ্য গালিও দেয়া হয় তাকে।


আহমদ শফীর মৃত্যুর নিয়ে পরিবারের করা মামলায় দীর্ঘ তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন জমা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্যাতনে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে তাকে, এটি স্পষ্ট। পত্রপত্রিকায়ও বিষয়টি এসেছে।


আল্লামা শফীর মৃত্যুর ঘটনায় ‘হত্যার অভিযোগে’ করা মামলায় ৪৩ জনকে অভিযুক্ত করে গতকাল প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই প্রতিবেদনকে ‘ডাহা মিথ্যা’ বলে আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

ads

Our Facebook Page